বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : আঞ্চলিক সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার উদ্দেশ্যে কাছাড় কলেজে ১৭ ও ১৮ জানুয়ারি পটচিত্র কর্মশালা অনুষ্ঠিত হবে। ইন্ডিয়ান নলেজ সিস্টেম সেল কাছাড় কলেজ, শিল্পাঙ্গন শিলচর ও সেন্টার ফর ইন্ডিয়ান নলেজ সিস্টেম আসাম বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি, ইউজি, পিজি বা বিশ্ববিদ্যালয় স্তরের যেকোনও চিত্রপ্রেমী যোগ দিতে পারবেন। কর্মশালা শুরু হবে সকাল ১০টা থেকে।চিত্রানুরাগীদের জন্য বিশেষ সুখবর, প্রথমবার শিলচরে আসছেন পশ্চিম মেদিনীপুরের পিংলার বিখ্যাত পটচিত্রশিল্পী সেরামউদ্দিন চিত্রকর। তিনি কর্মশালার রিসোর্স পার্সন হিসেবে অংশ নেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্থ, কাছাড় কলেজের অধ্যক্ষ ড. অপ্রতীম নাগ, শিল্পাঙ্গনের রজত জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির সভাপতি শ্রীযুক্ত নীহার রঞ্জন পালসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। এক প্রেস বিজ্ঞপ্তিতে শিল্পাঙ্গনের অধ্যক্ষ সন্দীপন দত্ত পুরকায়স্থ জানিয়েছেন, “আঞ্চলিক সংস্কৃতি, বাংলা ও বাঙালির ঐতিহ্য রক্ষায় সকলকে এগিয়ে আসতে অনুরোধ জানান।



