নির্বাচনে মিত্রজোট ছাড়া বিকল্প আর নেই : অগপ দলের জেলা সভাপতি
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : অগপ দলের কাছাড় জেলা সভাপতি কবির আহমেদ বড়ভূইয়ার ব্যবস্থাপনায় কনকপুরের বাসভবনে বরাকপারের ব্যবসায়ী যুবক সহ সমাজসেবীদের নিয়ে আসন্ন লোকসভাকে কেন্দ্র করে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার এই সভায় উপস্থিত ছিলেন মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন লোকসভার মিত্রজোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, কনকপুর জিপির প্রাক্তন সভাপতি ময়নুল হক রাজ বড়ভূইয়া, অগপ দলের কেন্দ্রীয় কার্যকারী কমিটির সদস্য ফকরুল ইসলাম বড়ভূইয়া, ছাত্র পরিষদের জেলা সভাপতি পারভেজ লস্কর,যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক নেকবুব হুসেন লস্কর, সমাজসেবী গৌতম নাথ, মুন্না বড়ভূইয়া, নাসির হুসেন লস্কর, লিয়াকত আলি লস্কর, জমির হুসেন বড়ভূইয়া প্রমুখ।
বক্তব্যে অগপ দলের জেলা সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া বলেন, কংগ্রেস ও এআইইউডিএফ দল হলো সাম্প্রদায়িক দল। বরাক পারের সার্বিক উন্নয়নে বিজেপি দলের অগ্ৰনী ভূমিকা রয়েছে,কংগ্রেস শাসনের আমলে যাতায়াত ব্যবস্থা বলতে রাস্তা খুবই খারাপ ছিল, পথচারী মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাফেরা করতেন, কিন্তু অসমে মিত্র জোট সরকার আসাকালীন দ্রুতগতিতে বরাক পারের রাস্তাঘাট সহ ব্যবসার ক্ষেত্রে ব্যপক উন্নতি ঘটেছে।তাই সমগ্ৰ বরাকপারবাসী মিত্রজোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে বিপুল পরিমাণে ভোট প্রদান করবেন বলে তিনি বিশ্বাসী। মিত্রজোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য বলেন, সাম্প্রদায়িকতার ঊর্ধে উঠে জনগণের উন্নয়নের স্বার্থে কাজ করেছে বিজেপি দল। বিজেপি দল কেবলমাত্র ভোটের স্বার্থে কাজ করে না, দেশের উন্নয়ন ও ধর্মনিরপেক্ষতা বহাল রাখার জন্য কাজ করছে। কংগ্রেস দল দেশ ও জাতিকে দাবিয়ে রাখার উদ্দেশ্যে রাখার জন্য রাজনীতি আর বিজেপি দল দেশকে জাতিকে ঐক্যবদ্ধ করে এক উন্নতমানের রাষ্ট্রে পরিণত করার স্বার্থে কাজ করে যাচ্ছে।
সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিনু লস্কর, বাপ্পু বড়ভূইয়া, মনা লস্কর, মিঠু লস্কর, দেবাশিস নাথ সহ আরো অন্যান্যরা। সভাটি পরিচালনায় ছিলেন অগপ দলের কাছাড় জেলার সম্পাদক মণিতন সিংহ।