সাংবাদিক স্বদেশ বিশ্বাসের দ্বিতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা শিলচর প্রেস ক্লাবে____
বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : সাম্প্রতিক সময়ে নির্বাচনী রাজনীতিতে রাজনৈতিক দলগুলির ক্ষমতা দখলের লড়াই সর্বাধিক গুরুত্ব পাচ্ছে, অথচ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ক্রমশই উপেক্ষিত হচ্ছে—এটি অত্যন্ত উদ্বেগজনক বলে মত প্রকাশ করা হয়। শুক্রবার শিলচর প্রেস ক্লাবে সাংবাদিক ও সমাজচিন্তক স্বদেশ বিশ্বাসের দ্বিতীয় প্রয়াণবার্ষিকী উপলক্ষে বরাক নাগরিক সংসদ আয়োজিত এক স্মরণসভায় এই অভিমত উঠে আসে।
অনুষ্ঠানে ‘নির্বাচনের দামামা: জনগণের প্রতি রাজনৈতিক নেতৃত্বের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা বর্তমান নির্বাচনী প্রক্রিয়ায় জনস্বার্থের গুরুত্ব ও রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ববোধের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। স্মৃতিচারণ পর্বে স্বদেশ বিশ্বাসের ব্যতিক্রমী, কর্মময় ও আদর্শনিষ্ঠ সাংবাদিক জীবনের নানা দিক তুলে ধরা হয়। এ দিন ‘স্বদেশ বিশ্বাস স্মারক সাংবাদিকতা পুরস্কার’ প্রদান করা হয় বিশিষ্ট সাংবাদিক শিবাশিস চক্রবর্তীকে।
সভায় বক্তব্য রাখেন প্রথিতযশা কবি-সাংবাদিক অতীন দাশ, বরাক নাগরিক সংসদের প্রধান সম্পাদক শংকর দে, শিলচর প্রেস ক্লাবের সহ-সভাপতি রিতেন ভট্টাচার্য, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, স্বদেশ বিশ্বাসের পুত্র সাংবাদিক ও অধ্যাপক তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সায়ন বিশ্বাস, কবি-সাংবাদিক স্মৃতি পাল নাথ, সাংবাদিক অসীম আচার্য, সাংবাদিক রেদওয়ান উদ্দিন লস্কর, সমাজকর্মী কিরণ রাস প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ। সাংস্কৃতিক পর্বে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শান্তিকুমার ভট্টাচার্য, অনামিকা পাল ও শিবাশিস চক্রবর্তী। তবলায় সঙ্গত করেন শিল্পী অনামিকা পাল।



