দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : সাংবাদিকদের দায়িত্ব পালনের স্বাধীনতা, নিরাপত্তা সুনিশ্চিত করার অধিকার আজও সাংবিধানিকভাবে স্বীকৃত হয়নি। অত্যন্ত কঠিন প্রত্যাহ্বানের মধ্যে সংবাদমাধ্যমকে কাজ করে যেতে হচ্ছে। সাংবাদিকরা বিভিন্নভাবে উপেক্ষার শিকার। এই পরিস্থিতির পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি। রবিবার শিলচর প্রেস ক্লাবে ‘ন্যাশনাল প্রেস ডে’ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এই অভিমত উঠে এসেছে। এ দিন ‘প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া’ নির্ধারিত আলোচনার বিষয় ছিল ‘চার দিকে বিভ্রান্তিমূনক তথ্যের ছড়াছড়ি, ঠিকঠাক সংবাদ পরিবেশন করার ঝক্কি।’
বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট কবি-সাংবাদিক অতীন দাশ, শিলচর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শংকর দে, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, সমাজকর্মী মনোজ বিশ্বাস, কংগ্রেস নেতা শরিফুজ্জামান লস্কর, বিজেপি নেতা রূপম নন্দীপুরকায়স্থ ,সমাজকর্মী অনির্বাণ ভৌমিক, সাংবাদিক অসীম আচার্য, সাংবাদিক দিলীপকুমার সিং, সাংবাদিক রেদওয়ান উদ্দিন লস্কর প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতীন দাশ।


