রোড সেফটি মাস উপলক্ষে শিলচর শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : রোড সেফটি মাস উপলক্ষে শিলচরে সচেতনতামূলক অভিযান চলল। জানুয়ারি মাসকে রোড সেফটি মাস হিসেবে পালন করা হচ্ছে। এই উপলক্ষে শুক্রবার শিলচর সদরঘাট পয়েন্ট এলাকায় কাছাড় জেলা পুলিশ প্রশাসন, ট্রাফিক বিভাগ ও ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট বিভাগের উদ্যোগে শিলচর শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালীন হেলমেট ছাড়া মোটরবাইক চালকদের বিভাগীয় আধিকারিকরা বিনামূল্যে হেলমেট প্রদান করেন। পাশাপাশি, যারা চারচাকার যানবাহনে ট্রাফিক নিয়ম মেনে চলছিলেন, তাঁদের গোলাপ ফুল দিয়ে উৎসাহিত করা হয়। অন্যদিকে, ট্রাফিক নিয়ম লঙ্ঘনকারীদের আটক করে সড়ক নিরাপত্তা মেনে চলার শপথ গ্রহণ করানো হয়।

এই অভিযানের মূল লক্ষ্য ছিল সড়ক দুর্ঘটনা কমানো। জেলা পুলিশ প্রশাসনের মতে, শুধু জরিমানা আদায় করলেই দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়; জনসচেতনতা বৃদ্ধি না পেলে দুর্ঘটনা প্রতিরোধ করা যাবে না। সেই চিন্তা থেকেই এই অভিনব সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এদিন উপস্থিত ছিলেন জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, ট্রাফিক বিভাগের ইনচার্জ শান্তনু দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রজতকুমার পাল, ডিএসপি ট্রাফিক, সিটি ইন্সপেক্টর মিরাজ দোলে সহ অন্যান্য বিভাগীয় আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *