বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত উধারবন্দ সমবায়ের বোর্ড অব ডিরেক্টররা

বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : বিনা প্রতিদ্বন্দ্বিতায় উধারবন্দ সমবায় সমিতির বোর্ড অব ডিরেক্টররা নির্বাচিত হলেন। পূর্ব ঘোষণা মতে নির্বাচন ছিল আজ রবিবার। কিন্তু নির্বাচনের আর প্রয়োজন হয়নি। অনুষ্ঠিত হয় সাধারণ সভা। এ দিন উধারবন্দ ডায়েট হলে আয়োজিত সভার শুরুতে রিটার্নিং অফিসার রেহান আহমেদ লস্কর চৌদ্দ জন বোর্ড অব ডিটেক্টরকে বিজয়ী বলে ঘোষণা করেন। বিজয়ীরা হলেন বর্তমান সভাপতি স‌ইফুল হক বড়ভূইয়া, মনোজকুমার চন্দ, অমলেশ রায়, আমরুল ইসলাম লস্কর, আমির উদ্দিন লস্কর, নিলেন্দু দেব, আব্দুল নূর লস্কর, আব্দুল আলিম লস্কর, অজয় সিংহ, বাদল রায়, সংরক্ষিত আসন থেকে রূপক মালাকার, রুশনা বেগম লস্কর, রোশনারা বেগম লস্কর। তাঁদের শংসাপত্র দিয়ে অভিনন্দন জানান রিটার্নিং অফিসার রেহান আহমেদ লস্কর, সহকারী রিটার্নিং অফিসার মুজিবুর রহমান ও সমুজ্জ্বল সেনগুপ্ত।

রিটার্নিং অফিসার লস্কর বলেন,  উধারবন্দ সমবায় সমিতির নির্বাচনের দিন ধার্য ছিল রবিবার। সেই অনুযায়ী গত ৬ নভেম্বর মনোনয়নপত্র জমা দেবার দিন ছিল। বোর্ড অব ডিরেক্টর ১৫ জনের আসন। কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। এগুলো স্ক্রুটিনি করার পর এগুলো গ্রহণ করা হয়। প্রতিদ্বন্দ্বী ১৪ জন থাকায় নির্বাচনের প্রয়োজন হয়নি।

মঞ্চে ছিলেন অবজারভার রামকমল সিংহ, ইন্টারনেল অডিটর জহরুল হোসেন বড়লস্কর, আব্দুল তাহির বড়লস্কর, গোঁসাইপুর জিপির পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি রাহুল আমিন বড়লস্কর, উধারবন্দ গ্রাম পঞ্চায়েত সভানেত্রী কাকলি কর। তাঁদের বরণ করেন সমবায় সচিব আব্দুস সামাদ বড়লস্কর, প্রদীপ রায়, অজিত রায় ও শিবাঙ্গী রায়। সভাপতি স‌ইফুল হক বড়ভুইয়া বলেন, যেভাবে এই সমবায় সমিতির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যাঁরা জড়িত এবং এই পাঁচ বছর সহযোগিতা করেছেন সমবায় সমিতির তাদের কাছে কৃতজ্ঞ তিনি। আগামী দিনেও তাঁরা যেন সহযোগিতা করেন এই আবেদন রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *