বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : গুয়াহাটি মহানগরে এক করুণ দুর্ঘটনা। কন্যার জন্মদিনের দিনেই প্রাণ হারালেন বাবা-মা। কন্যার জন্মদিন উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন দম্পতি। তাঁদের সঙ্গে ঘরের ভেতরে উপস্থিত ছিলেন এক রাঁধুনিও। ঠিক সেই সময় ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
সিলিন্ডার বিস্ফোরণে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান দম্পতি। ঘটনাটি ভরলুমুখ পোস্ট অফিস বিল্ডিংয়ের তৃতীয় তলায় ঘটেছে। মুহূর্তের মধ্যে পুরো ঘর আগুনে পুড়ে যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগের তিনটি ইঞ্জিন এবং দীর্ঘক্ষণ ধরে চলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা।
দমকল কর্মীদের বরাতে জানা গেছে, ঘটনায় দু’জন আহত হয়েছেন এবং জীবন্তদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে দেব চৌধুরী ও পম্পী চৌধুরীর। প্রায় ১০০ শতাংশ দগ্ধ হন তাঁরা।
ঘরের ভেতরে তখন বাবা-মা ও কন্যা ছাড়াও আরও কয়েকজন উপস্থিত ছিলেন। আগুন লাগতে দেখেই অন্যরা দ্রুত কন্যাটিকে বাইরে বের করে আনতে সক্ষম হয়। তবে দম্পতিকে আর রক্ষা করা যায়নি।


