প্রকাশ্যে গুলি করে হত্যা আরএসএস নেতার ছেলেকে

১৬ নভেম্বর : প্রকাশ্যে গুলি করে হত্যা করা হল আরএসএস নেতার ছেলেকে। পঞ্জাবের ফিরোজপুর জেলার এলাকার ঘটনা। অভিযোগ, বাইকে করে দুই যুবক এসে আরএসএস নেতার ছেলেকে লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহত যুবককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফিরোজপুরের পুলিশ সুপার এবং বিধায়ক রণবীর সিং ভুল্লার। পরিবারকে ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন তাঁরা।

পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের নাম নবীন অরোরা (৪০)। তিনি পঞ্জাবের একজন বিশিষ্ট আরএসএস নেতা বলদেব রাজ অরোরার ছেলে। নবীনের দাদা, দীননাথ অরোরা, স্বাধীনতার যুগে একজন বিশিষ্ট আরএসএস নেতাও ছিলেন। মতি বাজারে নবীনের একটি গয়নার দোকান ছিল নবীনের। শনিবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় বুধওয়ারা ওয়ালা মহল্লার কাছে দুই বাইক আরোহী আততায়ী তাঁকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে নবীন মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে যান।

গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আশপাশের এলাকা থেকে পাওয়া সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তারা অজ্ঞাত হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। এলাকাটিতে সেই সময় লোকজনের সংখ্যাও কম ছিল। সেই কারণে ঘটনার কোনও প্রত্যক্ষদর্শী রয়েছেন কি না, তা নিয়ে ধন্দে পুলিশ। নিহতের পরিবারের সদস্যেরা জানিয়েছেন, নবীনের পুরো পরিবারের আরএসএসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।

মৃত নবীন অরোরার পরিবারের বক্তব্য, পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। হত্যার পেছনের কী উদ্দেশ্যে রয়েছে, তাও প্রকাশ্যে আনার দাবি তুলেছেব তাঁরা। ঘটনার কথা জানিয়ে ফিরোজপুরের এসএসপি ভূপিন্দর সিং জানিয়েছেন, মামলাটি তদন্ত এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য বেশ কয়েকটি দল গঠন করা হয়েছে। অভিযুক্তদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে।
খবর : দৈনিক স্টেটসম্যান বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *