দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ জানুয়ারি : যুগ যুগান্তর ধরে বাঙালির কৃষ্টি ও সংস্কৃতির অমূল্য সম্পদ মকর সংক্রান্তির কীর্তন এবারও অপূর্ব উৎসবে উদযাপিত হয়েছে। কীর্তন আশ্রয়ের পক্ষ থেকে আয়োজিত এই ১১তম অনুষ্ঠান শহরকেন্দ্রিক জীবনযাত্রার মাঝে গ্রামীণ ঐতিহ্যকে জীবন্ত করে তুলেছে। নবীন-প্রবীণ শিল্পীদের অংশগ্রহণে সমৃদ্ধ এই কীর্তন সভা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় বাঙালি সম্প্রদায়ের কাছে এক বিরাট অর্জন হিসেবে রূপ নিয়েছে।সুন্দর সকালে শুরু হওয়া এই কীর্তন সভায় কীর্তন আশ্রয়ের সভাপতি সমর বিজয় চক্রবর্তী মূল বক্তব্য রাখেন। তিনি বলেন, “মকর সংক্রান্তি আমাদের কৃষি ভিত্তিক সংস্কৃতির প্রতীক। শহরের কোলাহলে এই ঐতিহ্যকে জীবন্ত রাখা আমাদের দায়িত্ব।”
সম্পাদক ভাস্কর দাসও উপস্থিত সকলকে সম্বোধন করে বলেন, “বাঙালিদের কৃষ্টি ও সংস্কৃতিকে ধরে রাখতে হলে বাঙালিদেরই এগিয়ে আসতে হবে। মকর সংক্রান্তি বাঙালিদের এক উল্লেখযোগ্য ধর্মীয় উৎসব, এবং সেটাকে কেন্দ্র করে এইবারও কীর্তন নিয়ে শিলচর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করা হয়েছে। সকলে এতে সহযোগিতা করেছেন।” কীর্তন সভায় শান্তনু রায়, কানাইলাল দাস, শান্তিকুমার ভট্টাচার্য, অজয় চক্রবর্তী, সন্তোষ চন্দ, কমলেশ ভট্টাচার্য, শুভঙ্কর পাল, হরিদাস দত্তসহ অসংখ্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। নবীন শিল্পীদের পাশাপাশি প্রবীণদের অভিজ্ঞতা মিলে কীর্তনের সুরে দর্শকরা মুগ্ধ হয়েছেন।

স্থানীয় সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ এই অনুষ্ঠানকে আরও বৃহত্তর করে তুলেছে। কীর্তন আশ্রয়ের এই উদ্যোগ শিলচরের সাংস্কৃতিক জীবনকে নতুনভাবে সমৃদ্ধ করেছে। স্থানীয় বাসিন্দারা মত প্রকাশ করেছেন যে, এবারের আয়োজন বাঙালি ঐতিহ্যের সংরক্ষণে নতুন আশার সঞ্চার করেছে। এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন সকলে।



