ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত পাথারকান্দির বহু গ্রাম

ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত পাথারকান্দির বহু গ্রাম

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : পাথারকান্দির বাজারিছড়ার বিভিন্ন এলাকায় রবিবার সকালে চৈত্রের ঝড় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া খবর পাওয়া গে‌ছে। পাশাপা‌শি  ঝড়ের লোয়াইরপোয়া বাজারিছড়া ইচাবিল, কটামণি সহ এলাকার বিভিন্ন স্থানের বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। এলাকার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ভেঙে উপড়ে পড়েছে। এতে বৃহত্তর এই সীমান্ত এলাকা অন্ধকার হয়ে পড়েছে

ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত পাথারকান্দির বহু গ্রাম

এছাড়াও বাজারিছড়ার জিপির ছাগলমোহা সহ ইচাবিল চা বাগানে বেশ কয়েকটি বসতগৃহ ভেঙে পড়েছে। আবার অনেকের ঘরের ছাউনি উড়িয়ে নিয়েছে। এতে প্রচুর ক্ষয়ক্ষতি পাশাপাশি সমস্যার সম্মুখীন হচ্ছেন ভুক্ত‌ভোগীরা।তড়িঘড়ি নিজের ঘরের মেরামত করতে গিয়ে গ্রামের হত দরিদ্র লোকদের বাড়তি খরচা করতে হচ্ছে।সেই সাথে গ্রামীণ এলাকায় থাকা অনেক ছোট বড় গাছ ভেঙে পড়ে এলাকার সড়ক পথে লোকজন চলাচল করতে ব্যাঘাত হচ্ছে।স্থানীয়দের মতে কাল বৈশাখীর আগে চৈত্রের ঝড়ে বিধ্বংসী রূপ নিয়েছে। কয়‌দিন ধ‌রে হওয়া ঝড় বৃষ্টিতে অনেকের বসতগৃহ সহ কৃষি ক্ষেতের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন।সেই সঙ্গে শিলাবৃষ্টির ফলে কৃষকদের শাক সবজির বাগানও নষ্ট হচ্ছে।

Author

Spread the News