ধলাইয়ে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার যুবক, চাঞ্চল্য

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৪ জানুয়ারি : ধলাইয়ে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করা হয় এক অপরিচিত ব্যক্তিকে। বুধবার সকালে ধলাই শ্মশান ঘাট সংলগ্ন জয়ধনপুর রাস্তার মুখ থেকে এক অপরিচিত ব্যক্তিকে হাত-পা বাধা অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন ভোরে প্রাতঃভ্রমণে বেরোনো কয়েকজন স্থানীয় বাসিন্দা রাস্তার পাশে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। তাঁর হাত ও পা বাধা ছিল এবং তিনি গুরুতরভাবে অসুস্থ অবস্থায় ছিলেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে জড়ো হন।

উদ্ধার হওয়া ব্যক্তি জানান, তাঁর বাড়ি সোনাবাড়িঘাট এলাকায়। তিনি আরও দাবি করেন, গত চার থেকে পাঁচ দিন ধরে তাঁকে একটি জঙ্গলের মধ্যে আটকে রাখা হয়েছিল। কী কারণে এবং কারা তাঁকে সেখানে নিয়ে গিয়েছিল, সে বিষয়ে তিনি বিস্তারিতভাবে কিছু বলতে পারেনি, তিনি অজ্ঞান হয়ে পড়েন।

ঘটনার খবর পেয়ে ধলাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় স্থানীয় বাসিন্দারা পুলিশকে সহযোগিতা করেন। পরবর্তী মেডিক্যালে পাঠায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত করার পাশাপাশি তাঁর বক্তব্যের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের খোঁজে তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটি অপহরণ না অন্য কোনো অপরাধমূলক ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনাকে ঘিরে ধলাই ও আশপাশের এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত চারদিন আগে সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ডের যুবক নিখোঁজ হয়। এনিয়ে তার পরিবার পুলিশের দ্বারস্থ হন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *