মহিলারা স্বাবলম্বী হলে রাজ্যের সামগ্রিক উন্নয়ন আরও দ্রুত হবে : মুখ্যমন্ত্রী

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : কাছাড় জেলার বড়খলা বিধানসভা কেন্দ্রের শিলকুড়িতে মঙ্গলবার এক বিশাল জনসভায় রাজ্য সরকারের মহিলা ক্ষমতায়নমূলক উদ্যোগের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়। এই জনসভা থেকেই মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা আত্মসহায়ক দলের মহিলাদের মধ্যে ‘লাখপতি বাইদেউ’ প্রকল্প ও মহিলা উদ্যোমিতা প্রকল্পের চেক বিতরণ করেন।

সরকারি সূত্রে জানা গেছে, এদিন মোট ১৯ হাজার ৭৫৭ জন মহিলা উপভোক্তার হাতে এই দুই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। প্রকল্পগুলির মূল লক্ষ্য রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা এবং তাঁদের আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়া।

জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মহিলারা স্বাবলম্বী হলে রাজ্যের সামগ্রিক উন্নয়ন আরও দ্রুত হবে। তিনি জোর দিয়ে বলেন, মহিলা শক্তিকে সামনে রেখেই একটি শক্তিশালী ও উন্নত অসম গড়ে তোলাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।

এদিন মুখ্যমন্ত্রী চেকপ্রাপ্ত মহিলাদের বিজেপির পক্ষে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি আশ্বাস দেন, বিজেপি যদি পুনরায় সরকার গঠন করতে পারে, তবে রাজ্যের মানুষের জন্য বিনামূল্যে চাল, ডাল ও তেল সরবরাহের ব্যবস্থা করা হবে। সার্বিকভাবে, মহিলা ক্ষমতায়নের মাধ্যমে রাজ্যের উন্নয়নকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ফের একবার স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *