কণাদ পুরকায়স্থসহ পরিবারকে বাড়িতে গিয়ে সমবেদনা রাজ্যপাল রমেন ডেকার

বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : সদ্য প্রয়াত বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের পিতামহ কবীন্দ্র পুরকায়স্থের পরিবারকে সমবেদনা জানাতে তাঁর বাসভবনে পৌঁছান বিজেপির প্রাক্তন নেতা তথা ছত্তিসগড়ের রাজ্যপাল রমেন ডেকা। মঙ্গলবার সকালে তিনি শিলচরের আর্যপট্টিতে অবস্থিত কবীন্দ্র পুরকায়স্থের বাসভবনে যান।
এসময় রাজ্যপাল রমেন ডেকা প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থের পুত্র ও সাংসদ কণাদ পুরকায়স্থের সঙ্গে সাক্ষাৎ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই অপূরণীয় ক্ষতির জন্য শোক প্রকাশ করেন।

সমবেদনা জ্ঞাপনকালে রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির বর্ষীয়ান নেতা সুরেন্দ্র সিংসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। তাঁরা সবাই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি ও সমবেদনা জানিয়ে তাঁদের দুঃখে শরিক হন। সকালের এই সফরে বিজেপি নেতৃত্ব প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর পরিবারের পাশে থাকার বার্তা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *