শিব সুন্দরী নারী শিক্ষাশ্রমের ৯৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : শিব সুন্দরী নারীশিক্ষাশ্রম হাসপাতাল কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠানের ৯৬তম প্রতিষ্ঠা দিবস পালন করে। সুদীর্ঘ ৯৫ বছর অতিক্রম করে ৯৬তে পা রাখা ঐতিহ্যবাহী এই হাসপাতাল আগামী পাঁচ বছর পর শতবর্ষ পূর্ণ করবে। এদিন সকালে শিব সুন্দরী নারীশিক্ষাশ্রমের পরিচালনা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার অংশু কুমার রায়ের প্রতিষ্ঠানের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে সন্ধ্যায় প্রতিষ্ঠানের নার্সিং স্কুলের এএনএম প্রথম বর্ষের ছাত্রীদের কেপিং শিরোমণি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। 

উভয় অনুষ্ঠানে সভাপতি ইঞ্জিনিয়ার অংশুকুমার রায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে আজকের নারীশিক্ষাশ্রমের প্রেক্ষাপট তুলে ধরে যাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে নারীশিক্ষাশ্রমের বর্তমান রূপ পায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই ব্যক্তিদের মধ্যে অন্যতম প্রয়াত শ্যামাচরণ দেব, কর্ণেল জে এল সেন, দিলীপ কুমার দেব, বিমলাংশু রায়, জয়লক্ষী দেবী, মনুজেন্দ্র শ্যাম প্রমুখ। 

প্রতিষ্ঠানের সম্পাদক ডাঃ রাজদীপ রায় তাঁর বক্তব্যে সমস্ত নার্সিং ছাত্রীদের উদ্দেশ্যে তাদের দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণ সহ সেবার মানসিকতা নিয়ে রোগীদের সঙ্গে মানবিক ব্যবহার করার পরামর্শ দেন। তিনি উল্লেখ করেন প্রশিক্ষণ পরবর্তী নার্সিং ছাত্রীরা যে শংসাপত্র পান সেটা শুধু তাদের এই পরিষেবার লাইসেন্স মাত্র। প্রকৃত শংসাপত্র হলো হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় রোগী বা তাদের অভিভাবকরা এই সেবিকার পরিষেবা ও সেবিকা সূচক ব্যবহারে ধন্যবাদ জ্ঞাপন করে হাঁসিমুখে নিজ বাড়িতে ফিরে যান সেটাই হলো সত্যিকারের এবং বাস্তব শংসাপত্র।

ডাঃ রাজদীপ রায় জানান, ২০২৪ এর ১১ জানুয়ারি শিব সুন্দরী নারীশিক্ষাশ্রমে নতুন বিল্ডিংয়ের উদ্বোধন হয়। এখন নতুন অত্যাধুনিক প্রযুক্তিগত এসি, অপারেশন থিয়েটার, ৯০ আসন বিশিষ্ট বিছানা এবং আরসিসি বিল্ডিংয়ে মূল্য বৃদ্ধি না করে সেই পুরাতন দামে গরীব মানুষ বিশেষ করে মহিলা ও শিশুদের জন্য চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে। এদিনের এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা, চিকিৎসক, কর্মচারীবৃন্দ সহ ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *