বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : অবসরপ্রাপ্ত আইএএস অফিসার তথা প্রাক্তন বিধায়ক বীরভদ্র হাগজার আর নেই। মঙ্গলবার ভোর রাতে তিনি গুয়াহাটি টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৫। রেখে গেছেন স্ত্রী এক পুত্র ও দুই কন্যা।
উল্লেখ্য, বীরভদ্র হাগজার ছিলেন ডিমাসা কিংবদন্তি তথা হাফলং বিধানসভা কেন্দ্রের প্রথম বিধায়ক তথা মন্ত্রী জয়ভদ্র হাগজারের জেষ্ঠ্য পুত্র। প্রয়াত বীরভদ্র হাগজার ২০১৬ সালে হাফলং বিধানসভা আসন থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।



