জেল হেফাজতে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

জেল হেফাজতে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

১ এপ্রিল : তদন্ত সংস্থার হেফাজত শেষ হওয়ার পর, ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন ইডি হেফাজতের মেয়াদ শেষ হয়েছে কেজরিওয়ালের। সূত্রের খবর, তদন্তকারী সংস্থা আর আপ সুপ্রিমোকে নিজেদের হেফাজতে চায়নি। তারপরেই আদালত তাঁকে ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

২১ মার্চ গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর আগে তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ৯ বার তলব করেছিল। প্রতিবার হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। ২১ মার্চ তাঁর বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাতে গ্রেফতার করা হয় তাঁকে।

কেজরিওয়াল দেশের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি গ্রেফতার হয়েছেন। ইডি হেফাজত থেকেই তিনি সরকার চালাচ্ছেন। সূত্রের খবর, ইডি হেফাজত থেকে তিহার জেলে যাওয়ার আগে আদালতে স্ত্রী সুনীতা এবং দিল্লির মন্ত্রী অতিশীর সঙ্গে তাঁর সাক্ষাতের সুযোগ দিয়েছিল।

Author

Spread the News