গুমড়ায় মারপিট ঘটনা : ২৮জনকে অভিযুক্ত করে এজাহার গৃহবধূর
বরাক তরঙ্গ, ২২ মার্চ : গত ১৪ মার্চ গুমড়া পঞ্চম খণ্ড খেলমায় দু’পক্ষের মারপিটে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় দশজনের অধিক। পরবর্তী সময়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। তারপর আদালতের নির্দেশে তাদের জেল হাজতে ঠাঁই হয়। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকেলে গুমড়া অনুসন্ধান কেন্দ্রে স্বামী সহ ভাসুর ও অন্যদের ব্যাপক মারধরের অভিযোগ এনে বিপক্ষের সচিন্দ্র বৈষ্ণব, মহানন্দ বৈষ্ণব, আনন্দ বৈষ্ণব সহ মোট ২৮জনকে অভিযুক্ত করে এক এজাহার দায়ের করেন গুমড়া পঞ্চম খণ্ডের বাসিন্দা পূজা বৈষ্ণব।
তাঁর কথায়, স্বামী নারায়ণ বৈষ্ণবকে মিথ্যা অভিযোগে হাজতে পাঠানো হয়েছে। শীঘ্রই তাঁর স্বামী নারায়ণ বৈষ্ণবকে মুক্তি দেওয়ার জন্য প্রশাসন ও আদালতের কাছে কাতর আর্জি জানান গৃহবধূ পূজা বৈষ্ণব।