শিলচরে পৌঁছবে ‘উত্তর-পূর্ব সংহতি র‍্যালি’ ২২ জানুয়ারি

বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : সমন্বয়, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে ‘নর্থ ইস্ট ইন্টিগ্রেশন র‍্যালি’ আগামী ২২ জানুয়ারি শিলচর গান্ধী ভবনে এসে পৌঁছবে। এদিন গান্ধী ভবনে আয়োজিত ‘বরাক ফেস্টিভ্যাল’-এর দ্বিতীয় সংস্করণের অনুষ্ঠানে র‍্যালিতে অংশগ্রহণকারীদের সংবর্ধনা জানানো হবে। সোমবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক সংস্থা কেআরসি ফাউন্ডেশনের কর্মকর্তারা।

ফাউন্ডেশনের পক্ষে সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভাস্কর দাস জানান, ২২ জানুয়ারি শিলচর গান্ধী ভবনে ‘বরাক ফেস্টিভ্যাল’-এর দ্বিতীয় সংস্করণের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মদিবস উপলক্ষে সংহতি র‍্যালি শিলচর থেকে হাইলাকান্দির উদ্দেশে যাত্রা করবে। এরপর ২৪ জানুয়ারি শিলচর রাজীব ভবনে অনুষ্ঠিত হবে ‘বরাক ফেস্টিভ্যাল’-এর সমাপ্তি অনুষ্ঠান। ফাউন্ডেশনের অন্যতম সংগঠক বিশ্বজিৎ বিশ্বাস জানান, ‘উত্তর-পূর্ব সংহতি র‍্যালি’র সূচনা হয়েছিল গত ৪ জানুয়ারি শিলচর থেকে। এক মাসব্যাপী এই কর্মসূচির সমাপ্তি হবে আগামী ৪ ফেব্রুয়ারি গুয়াহাটির ‘দ্য নর্থ-ইস্ট জোন কালচারাল সেন্টার’, শিল্পগ্রামে। এই সংহতি র‍্যালি মোট নয়টি রাজ্য অতিক্রম করবে।

ফাউন্ডেশনের আরেক সংগঠক, শিক্ষক ও সমাজকর্মী জয়ন্ত রায়চৌধুরী সংহতি র‍্যালি ও বরাক ফেস্টিভ্যালের সকল কর্মসূচি সফল করে তুলতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। সমাজকর্মী শংকর দে বলেন, ‘কেআরসি ফাউন্ডেশন’ তথা ‘এনইআইআর ফেস্ট ২০২৬’-এর মুখ্য পরিচালক বিশ্বদীপ গুপ্ত বৈচিত্র্যময় উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে নিরলসভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *