কৃষ্ণপ্রসাদ রাই মেমোরিয়াল দাবা প্রতিযোগিতায় প্রথম রাহুল

বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : কৃষ্ণপ্রসাদ রাই মেমোরিয়াল দাবা প্রতিযোগিতায় শিলচরে দু’দিন উত্তেজনাকর লড়াই হয়েছে। বরাক ভেলির ১৩৩ জন খেলোয়াড় ওই প্রতিযোগিতায় যোগদান করেন। কোনও রাউন্ডে নজম উদ্দিন কোন রাউন্ডে মনোদীপ ধর, কোনও রাউন্ডে দীপ দাস, কোন রাউন্ডে মানব ভট্টাচার্য শীর্ষে থাকলেও শেষ রাউন্ডে বাকলস পয়েন্টে বাজিমাত করেন উত্তর পূর্বাঞ্চলের দাবার পরিচিত মুখ সোরাম রাহুল সিং। আট রাউন্ডের খেলায় চার জনের সাত পয়েন্ট হয়ে যায়। রাহুল প্রথম হয়ে পান ১৫ হাজার টাকা ও ট্রফি, দ্বিতীয় মনোদীপ ধর পায় ১০ হাজার টাকা ও ট্রফি, তৃতীয় ইফতিকার আলম পান সাড়ে সাত হাজার টাকা ও ট্রফি, চতুর্থ ভারগাব দেবনাথ পায় ৫০০০টাকা ও ট্রফি। এছাড়া ওপেনের আরও ৬ জন পান ট্রফি ও নগদ টাকা। এরা হলেন দীপ দাস, প্রতীককান্তি পাল, শুভ্রদীপ রায়, পিয়াল রায়চৌধুরী, দেবারতি দে, স্নেহাশীষ দাস। তাঁদের সবার পয়েন্ট ছিল ছয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

শনিবার অসম সরকারের মন্ত্রী কৌশিক রায় ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর প্রারম্ভিক খেলা দিয়ে শুরু হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতা শিলচর এক বিবাহ ভবনে হয়েছে। চিফ আরবিটারের দায়িত্বে ছিলেন অনুপকুমার রাই। টুর্নামেন্ট ডাইরেক্টর ছিলেন গোপাল রায়।  প্রতিযোগিতাটির আয়োজন করেছিল উদ্যোগ সামাজিক সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *