‘ভাষা শহিদ স্টেশন, শিলচর’ গেজেট নোটিফিকেশন করে কবীন্দ্র পুরকায়স্থকে যথাযথ সম্মান প্রদর্শন করা হোক : সমিতি

বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : জননেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি গভীর ভাবে শোক ব্যক্ত করে  শনিবার এক শোকসভার আয়োজন করে। বরাকের সার্বিক বিকাশ ও উন্নয়ন ছাড়াও ভাষা শহিদ স্টেশন নামকরণ আন্দোলনে প্রয়াত জননেতার অগ্রণী ও বলিষ্ঠ ভূমিকার কথা সভায় শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।

উল্লেখ্য, কবীন্দ্র পুরকায়স্থ তাঁর সময়কালে ১৪ বার ‘ভাষা শহিদ স্টেশন, শিলচর’ আর্জি সংসদে উত্থাপন করেছিলেন। এবং পরবর্তী সময়েও তিঁনি বারে বারে এই বিষয়ে সোচ্চার হয়েছেন দাবি জানিয়েছেন। বিভিন্ন মুখ্যমন্ত্রীদের তিঁনি বারে বারে এই বিষয়ে দরবার করেছেন। ‘ভাষা শহিদ স্টেশন, শিলচর’ এর দাবির সপক্ষে তিঁনি মানব-শৃংখল, মিছিল সহ মানুষের সাথে রাস্তায় ছিলেন। এই  মহাপ্রাণকে এই বছরে ‘উনিশের পদক’ দিয়ে সম্মানিত করে সমতি ঋদ্ধ হয়েছে। সমিতি মনে করে, অবিলম্বে রাজ্য সরকার ‘ভাষা শহিদ স্টেশন, শিলচর’ প্রয়োজনীয় গেজেট নোটিফিকেশন করে কবীন্দ্র পুরকায়স্থকে যথাযথ সম্মান প্রদর্শন করা হোক।

রবিবার সন্ধ্যায় সমিতির পক্ষ থেকে এক প্রতিনিধিদল প্রয়াতের উদ্দেশে এক শোকবার্তা তাঁর নতুনপট্টিস্থিত বাসগৃহে গিয়ে পুত্র তথা রাজ্যসভা সাংসদ কণাদ পুরকায়স্থ’র হাতে তুলে দেন।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি বাবুল হোড়, সহ-সভাপতি নীহাররঞ্জন পাল, সাধারণ সম্পাদক রাজীব কর, কোষাধ্যক্ষ বিমল রায় ও সম্পাদকমন্ডলীর সদস্য সুমন দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *