বিহার জয়ে নিউ শিলচর মণ্ডল বিজেপির বিজয় উল্লাস

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : সদ্যসমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-এর জয়ে উল্লাসে মেতে উঠল বিজেপির নিউ শিলচর মণ্ডল। বিহারে বিজেপির একের পর এক প্রার্থীর বিপুল জয়ের খবর আসতেই শনিবার সন্ধ্যায় নিউ শিলচর এলাকায় ব্যান্ড-বাজনা বাজিয়ে, আতসবাজি ফাটিয়ে এবং একে অপরকে মিষ্টি মুখ করিয়ে আনন্দ প্রকাশ করেন দলের নেতা-কর্মীরা।উৎসবমুখর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস (মণি), সহ-সভাপতি, সাধারণ সম্পাদক সহ বহু কর্মী ও সমর্থক।

দুলাল দাস বলেন, বিহারের নির্বাচনে এনডিএ-র বিজয় আসলে ভারতের গণতন্ত্রের বিজয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে নতুন গতিতে এগিয়ে চলেছে। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনেই বিজেপির এই সাফল্য।তিনি আরও যোগ করেন, কাছাড় জেলা বিজেপির নির্দেশে আমরা এই বিজয় উৎসব পালন করছি। বিহারের জয়ের আনন্দে সমগ্র নিউ শিলচর মণ্ডল পরিবার আজ আনন্দিত ও গর্বিত। স্থানীয় সূত্রে জানা যায়, এদিনের আনন্দোৎসবে অংশ নিয়েছিলেন শতাধিক কর্মী-সমর্থক। সংগীত, আতসবাজি এবং অভিনন্দনের মধ্য দিয়ে উৎসবের আবহ তৈরি হয় গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *