বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : কাছাড় জেলায় ফের ভুয়ো চিকিৎসক চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। রবিবার কাছাড়ের ধলাই থানা এলাকার ইসলামাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে আরও এক ভুয়ো চিকিৎসক। ধৃত ব্যক্তির নাম শামিম আহমদ লস্কর। তিনি ধলাই থানা এলাকার ভাগা বাজারের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, শামিম আহমদ লস্কর দীর্ঘদিন ধরে ইসলামাবাদ এলাকায় একটি ফার্মাসি চালিয়ে আসছিলেন। অভিযোগ, ওই ফার্মাসির আড়ালেই তিনি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিচ্ছিলেন। তবে তাঁর কাছে কোনও বৈধ চিকিৎসা সংক্রান্ত ডিগ্রি বা অনুমোদন ছিল না বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।
রবিবার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ধলাই থানার পুলিশ ইসলামাবাদে অবস্থিত ওই ফার্মাসিতে অভিযান চালায় এবং সেখান থেকেই শামিম আহমদ লস্করকে গ্রেফতার করে। গ্রেফতারের পরই তাকে একই দিনে আদালতে পেশ করা হয়। আদালত তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। সেই অনুযায়ী ধৃতকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসক হিসেবে রোগী দেখতেন এবং ওষুধ দিতেন। পুলিশের এই পদক্ষেপে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।



