কংগ্রেসের ৩৯ আসনের প্রার্থী ঘোষণা, কেরলের ওয়েনাড়ে রাহুল

৯ মার্চ : প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশ হল কংগ্রেসের প্রার্থী তালিকা। শুক্রবার ৩৯ জনের নাম ঘোষণা করেছে কংগ্রেস। প্রত্যাশিতভাবে প্রার্থী তালিকায় রয়েছেন রাহুল গান্ধী। তিনি কেরলের ওয়েনাড় লোকসভা কেন্দ্র থেকেই লড়ছেন। রাজনন্দাগাঁও থেকে লড়বেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল জানিয়েছেন, প্রথম দফায় ৩৯ জনের নাম চূড়ান্ত হয়েছে। কেরলের ১৬ আসনে, কর্ণাটকের ৭ আসনে, ছত্তিশগড়ের ৬ আসনে, তেলেঙ্গানার ৪ টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এছাড়াও মেঘালয়ের ২, ত্রিপুরা,নাগাল্যান্ড, লাক্ষাদ্বীপ, সিকিমে ১ টি করে আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ১১ মার্চ ফের নির্বাচন কমিটির বৈঠক হবে। এদিনের প্রকাশিত তালিকায় ৩৯ জনের মধ্যে ১৫ জন জেনারেল ক্যাটাগরির। ২৪ জন এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু প্রার্থী রয়েছেন। ৫০ বছরের নীচে ১২ জনের নাম তালিকা রয়েছে। ৫০‌-‌৬০ বছর বয়সি প্রার্থী করা হয়েছে ৮ জনকে। ৬১ থেকে ৭০ বছর বয়সিদের মধ্যে ১২ জনকে এবং ৭১‌-‌৭৬ বছর বয়সি ৭ জনকে প্রার্থী করা হয়েছে। এদিনের প্রকাশিত ৩৯ জনের তালিকায় ১৭ জন বর্তমান সাংসদকে টিকিট দেওয়া হয়েছে। বেণুগোপাল লড়বেন কেরলের আলাপুঝা লোকসভা আসন থেকে।

প্রকাশিত তালিকায় দেখা গেছে, তিরুঅনন্তপূরম লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছে শশী থারুরকে। ডি কে সুরেশকে কর্ণাটকের বেঙ্গালুরু রুরাল আসনে। লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে কোমর বেঁধে ময়দানে নেমেছে দল। কর্মী-‌সমর্থকদের মনোবল চাঙ্গা করতে দলের শীর্ষ নেতাদের ভোট ময়দানে নামাতে চাইছে কংগ্রেস। দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সাধারণ সম্পাদক, এআইসিসি নেতাদের দল প্রার্থী করতে চলেছে। বিজেপিকে কোনওভাবেই ফাঁকা মাঠ দিতে রাজি নয় তারা। ইতিমধ্যেই বিজেপি সরকারের বিরুদ্ধে আগ্রাসী প্রচার অভিযান শুরু করেছে দল। ভারত জোড়োন্যায় যাত্রা চলছে। এই যাত্রায় ভাল সাড়া মিলেছে। যা ভোটের বাক্সে কাজে লাগাতে মরিয়া কংগ্রেস। অন্যদিকে,মোদি গ্যারান্টির পাল্টা ‘‌যুব ন্যায়’‌, ‘‌কিসান ন্যায়’ সহ একাধিক‌ গ্যারান্টি ঘোষণা করতে শুরু করেছে।

Author

Spread the News