বাংলাদেশের বেলুন মাছিমপুরে, চাঞ্চল্য, পৌঁছলেন এসএসপি

বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : বাংলাদেশের একটি বেলুন নিয়ে চাঞ্চল্য ছড়ায় মাছিমপুরে। রবিবার সকালে মাছিমপুর সুবেদরবস্তি বাগানে স্থানীয়রা দেখতে পান বিশাল আকারের একটি বেলুন পড়ে রয়েছে। পরে পাশে গিয়ে দেখেন বাংলাদেশের বেলুনটি। এতেই আতঙ্ক বেড়ে উঠে। খবর দেওয়া হয় গ্রাম রক্ষী বাহিনীর সম্পাদককে। তিনি এসে পুলিশে খবর দেন। পুলিশ পৌঁছে বিষয়টি দেখে সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নজরে আনেন। তিনি সরেজমিনে পৌঁছে পুরো ঘটনাটি খতিয়ে দেখেন।

বেলুনটি সেদেশের ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের। স্কুলের ৬৫ বছর পূর্তি লেখা রয়েছে। বেলুনে রয়েছে তিনজনের ছবি। হয়তো ৬৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেলুনটি ছাড়া হয়েছিল। আর বাতাসে ভারতের কাছাড়ের মাছিমপুর এলাকায় পৌঁছে দিয়েছে। কেননা প্রকৃতি কারও দুশমন নয়। সেতার মতোই চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *