রামমন্দির দর্শনে বিশেষ ট্রেনে বরাকের ১৩৩৬ বিজেপি নেতা-কর্মী

বরাক তরঙ্গ, ২৮ ফেব্রুয়ারি : রামমন্দির দর্শনের জন্য বিশেষ ট্রেনে চড়ে অযোধ্যার উদ্দেশ্যে রওয়ানা হলেন বিজেপির ১৩৩৬ জন নেতা-কর্মী। আস্থা এক্সপ্রেস নামে এই বিশেষ ট্রেনের যাত্রারম্ভ হয় বুধবার সকাল দশটায় শিলচর রেলস্টেশন থেকে। সবুজ পতাকা নেড়ে আনুষ্ঠানিকভাবে ট্রেনের যাত্রারম্ভ করেন বিধায়ক কৌশিক রায়।

বিজেপি কর্মকর্তা অভ্রজিত চক্রবর্তী জানিয়েছেন, যে ১৩৩৬ জন অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা করেছেন এর মধ্যে রয়েছেন কাছাড়ের ৭০৭জন, বাকিরা করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার। অভ্রজিত জানিয়েছেন ট্রেন অযোধ্যায় পৌঁছাবে আগামীকাল ২৯ ফেব্রুয়ারি। এরপর ১ মার্চ যাত্রীরা মন্দির দর্শন সেরে ওইদিন রাতেই বিশেষ ট্রেনে চড়ে শিলচরে ফেরার জন্য রওয়ানা হবেন। ট্রেন শিলচরে পৌঁছাবে ৩ মার্চ।

প্রসঙ্গত গোটা দেশের বিভিন্ন স্থান থেকে রাম মন্দির দর্শনের জন্য দলের নেতাকর্মীদের অযোধ্যায় নিয়ে যেতে ১৪০০ বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু এলাকার নেতা-কর্মীরা দর্শন সেরে ফিরে গেছেন নিজেদের গন্তব্যে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকা থেকেও চলবে ট্রেন।

Author

Spread the News