চাকরির বদলি প্রক্রিয়ায় পরিবর্তন আনা হবে : মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : অসম সরকার ADRE-এর তৃতীয় শ্রেণির নিয়োগপত্র প্রদান করেছে। শনিবার গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই নিয়োগপত্র বিতরণ করা হয়। মোট ৬ হাজার ৩৪৭ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয়। নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

এ পর্যন্ত রাজ্য সরকার মোট ১ লক্ষ ৫৬ হাজার ২১৫ জন প্রার্থীকে চাকরি প্রদান করেছে। শুক্রবার সরকার চতুর্থ শ্রেণিতে ৩ হাজার ৩৭৪ জন প্রার্থীকে নিয়োগপত্র দিয়েছিল।

আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি জানান, অসম সরকারের চাকরির বদলি প্রক্রিয়ায় পরিবর্তন আনা হবে। মুখ্যমন্ত্রী বলেন, “১ ফেব্রুয়ারি থেকে ‘স্বাগত সতীৰ্থ’ পোর্টাল চালু হবে। এই পোর্টালটি বছরে দু’বার খোলা থাকবে। ‘স্বাগত সতীৰ্থ’-এর মাধ্যমে সমস্ত সরকারি কর্মচারী নিজেদের মধ্যে বদলির জন্য আবেদন করতে পারবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *