১ জুলাই থেকে নয়া ফৌজদারি আইন চালু হচ্ছে : অমিত শাহ

২৪ ফেব্রুয়ারি : তিনটি নয়া ফৌজদারি আইন চালু হচ্ছে আগামী ১ জুলাই থেকে।শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, পয়লা জুলাই থেকে ‘ভারতীয় ন্যায় সংহিতা’, ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ এবং ‘ভারতীয় সাক্ষ্য আইন’ কার্যকর হবে। পাশাপাশি বাতিল করা হবে ব্রিটিশ আমলের ভারতীয় দণ্ডবিধি (আইপিসি), কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর (সিআরপিসি) এবং ১৮৫৭ সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট।

স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ভারতীয় ন্যায় সংহিতার এক নম্বর ধারার দুই নম্বর উপধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে ২০২৪ সালের ১ জুলাই থেকে ১০৬ নম্বর ধারার দু’নম্বর উপধারা বাদ দিয়ে সংহিতার নিয়ম কার্যকর করার দিন হিসেবে চিহ্নিত করছে কেন্দ্রীয় সরকার।’ ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ এবং ‘ভারতীয় সাক্ষ্য আইন’-র ক্ষেত্রেও একইরকম বিবৃতি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক।

দেশের সব থানা যাতে নয়া তিনটি ফৌজদারি আইনের সঙ্গে থানা খাপ খাইয়ে নিতে পারে, সেকারণে ৯০০টি ফরেন্সিক ল্যাবরেটরি অধিগ্রহণ করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে প্রশিক্ষকদের।কারণ তিনটি আইনেই প্রযুক্তি ও ফরেন্সিকের উপর বাড়তি জোর দেওয়া হয়েছে। এছাড়াও এই নয়া আইনে ই-এফআইআর দায়ের করার সুযোগ আছে। ইলেকট্রনিক নথিকে প্রামাণ্য নথি হিসেবে বিচার করা হবে। মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে শাস্তি আরও কঠোর করার বিধান আছে নয়া ফৌজদারি আইনে।

Author

Spread the News