সোনাইয়ে জয়ী ক্লেভার হাউস
বরাক তরঙ্গ, ২৬ জুলাই : সোনাইয়ে বাসারত আলি ও নিজাম উদ্দিন মজুমদার মেমোরিয়েল প্রাইজমানি ওপেন ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকার জয়ী হল ক্লেভার হাউস পানিভরা। শুক্রবার সোনাই এনজি স্কুলের মাঠে ধলাইয়ের সপ্তগ্রামের মুখোমুখি হয় ক্লেভার হাউস পানিভরা। নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারেনি। আক্রমণ পাল্টা আক্রমণে গোল শূন্যে খেলা শেষ হয়। নকআউট নিয়মে টাইব্রেকারে খেলার মিমাংসা হয়। ৪-৩ গোলে জয়লাভ ক্লেভার হাউস পানিভরা।
এ দিনের খেলা পরিচালনা করেন ইজাজ হুসেন লস্কর, সেলিম উদ্দিন লস্কর, নসরুল আলম লস্কর ও আবু আব্বাস লস্কর।
আগামীকাল মুখোমুখি হবে রাইসিং রেস ফাউন্ডেশন চান্দপুর ও ফ্রেঞ্চনগর ইয়ং স্টার হাওয়াইথাং।