বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : সাম্প্রদায়িক হিংসার আগুনে পুড়ছে ত্রিপুরার ফটিকরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিমুলতলা এলাকা। শনিবার সকালে হিংসার আগুনে মসজিদ থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়ি-ঘর, গাড়ি পুড়ছে। জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও দমকল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সূত্রে জানা যায়, একটি মুসলিম বাড়ি থেকে চাঁদাবাজ করতে গেলে এই হিংসার ঘটনাটি ঘটে। এ দিকে, হিংসা ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন সিপিআই কৈলাসহর মহকুমা পরিষদের সম্পাদক সায়েদ আলি বাদশা। তিনি এই ঘটনার জন্য দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান এবং এলাকায় শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখার আহ্বান করেন। তিনি এক মন্ত্রীর নেতৃত্ব এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ তুলেন।



