করিমগঞ্জ প্রশাসনের কাজকর্মের ভূয়সী প্রশংসা রাজ্যপাল কাটারিয়ার
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : দ্বিতীয়বারের মত করিমগঞ্জ সফরে এসে শনিবার সকালে করিমগঞ্জের জেলা আয়ুক্ত কার্যালয়ের কনফারেন্স হলে বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে রিভিউ মিটিংয়ে মিলিত হয়ে। সভা শেষে সংবাদিকদের সঙ্গে মিলিত হয়ে খুশী ব্যক্ত করলেন রাজ্যপাল কাঠারিয়া।
উল্লেখ্য, শুক্রবার হাইলাকান্দির জেলা থেকে বিকেলে রাজ্যপাল গোলাবচাঁদ কাটারিয়া করিমগঞ্জ সফরে এসে করিমগঞ্জের আবর্ত ভবনে রাতযাপনের পর শনিবার সকাল সাড়ে নটায় করিমগঞ্জের জেলা আয়ুক্ত কার্যালয়ের কনফারেন্স হলে এক রিভিউ মিটিংয়ে অংশগ্রহণ করেন তিনি। এতে রিভিউ মিটিঙে জেলার প্রতিটি বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন রাজ্যপাল। এরপর সভা কক্ষ থেকে বের হয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে করিমগঞ্জের প্রতিটি বিভাগের কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন তিনি। একই সঙ্গে করিমগঞ্জের জেলাপ্রশাসনের কর্মতৎপরতার সন্তোষ ব্যক্ত করেন রাজ্যপাল গোলাবচাঁদ কাটারিয়া। রিভিউ মিটিঙে উপস্থিত ছিলেন করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদব, পুলিশ সুপার পার্থপ্রতীম দাস সহ বিএসএফ এর আধিকারিক সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তারা।
করিমগঞ্জ থেকে সোজা চলে যান এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয় করিমগঞ্জের দেববার গ্রামের শনবিল উৎসবে। জানা গেছে, সেখান থেকে রাজ্যপাল করিমগঞ্জের আলেখারগুলের অর্গানিক ফার্মিং গ্রুপে অংশগ্রহণ কথা রয়েছে।