অযোধ্যার উদ্দেশ্যে ধর্মনগর থেকে ১৩২৮ জন তীর্থযাত্রীকে নিয়ে রওয়ানা দিল আস্থা
বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : উত্তর ত্রিপুরার ধর্মনগর থেকে মোট ১৩২৮ জন তীর্থ যাত্রীকে নিয় আস্থা ট্রেন রওয়ানা হল অযোধ্যার রামলালা দর্শনের উদ্দেশ্যে। বুধবার সকাল দশটা পাঁচ মিনিটে ত্রিপুরার ধর্মনগরের রেল স্টেশন থেকে উত্তরপ্রদেশের অযোধ্যার রামলালা দর্শনের উদ্দেশ্যে যাত্রা করল বিশেষ ট্রেন আস্থা। এই ট্রেনে মোট ১৩২৮ জন তীর্থ যাত্রী রয়েছেন।
এদিন নির্ধারিত সময়ে ট্রেনটি যাত্রা শুরুর আগে ধর্মনগরের রেল স্টেশনে সকাল আটটা থেকে তাদের অভিবাদন জানিয়ে এক সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ওবিসি মোর্চার রাজ্য সভানেত্রী মলিনা দেবনাথ, বাগবাসা বিধানসভার কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দেসরকার সহ অন্যান্য কর্মকর্তারা।
অযোধ্যায় উদ্দেশ্যে দ্বিতীয় পর্যায়ে যাত্রা করা এদিনের এই ট্রেনের যাত্রীদের অভিবাদন অনুষ্ঠানে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য নিজ বক্তব্যে বলেন সবার যাত্রা শুভ হোক। যাঁরা অযোধ্যায় যাচ্ছেন তাঁরা যাতে রামলালাকে দর্শন করে ঘরে ফিরে অযোধ্যার অলৌকিক কাহিনী ও পাঁচশো বছরের ঘাত প্রতিঘাতের ইতিহাস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবদানের কথা ঘরে ঘরে পৌছে দেন। উল্লেখ্য, এই বিশেষ ট্রেনের চালক অর্থাৎ লোকো পাইলট হিসেবে রয়েছেন মোঃ সাদি কায়সার এবং সহচালক হিসেবে সঙ্গে রয়েছেন অমিত কুমার।