বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : ধলাই থানার অন্তর্গত খুলিছড়া (রাজনগর) গ্রামের পঞ্চায়েত সভাপতি ইমরান হোসেন বড়ভূইয়ার রহস্যজনক মৃত্যু মামলায় অভিযুক্ত তাঁর স্ত্রী রিনা বেগম বড়ভূইয়াকে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে গৌহাটি হাইকোর্ট।
উল্লেখ্য, ২০২৫ সালের ১০ আগস্ট ইমরান হোসেন বড়ভূইয়ার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচিত হলেও পরে নিহতের ভাই ধলাই থানায় এফআইআর দায়ের করেন। অভিযোগে অবৈধ সম্পর্ক ও ষড়যন্ত্রের মাধ্যমে হত্যার কথা বলা হয়। দাফনের পর মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হলে ফরেনসিক রিপোর্টে কোনও বিষ বা বিষাক্ত পদার্থের প্রমাণ মেলেনি। আদালত পর্যবেক্ষণে জানায়, অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ মূলত বক্তব্যনির্ভর এবং মামলাটি ইতিমধ্যে চার্জশিটভুক্ত।
দীর্ঘদিন কারাবন্দি থাকা, চার মাসের শিশুসন্তান থাকা এবং ফরেনসিক রিপোর্টে হত্যার প্রত্যক্ষ প্রমাণ না থাকায় আদালত রিনা বেগম বড়ভূইয়াকে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড ও দুই জামিনদারের শর্তে মুক্তির নির্দেশ দেয়। মামলাটি এখনও সেশন কোর্টে বিচারাধীন।



