সাময়িক প্রসঙ্গ ভাগা, ১৫ নভেম্বর : হিউম্যানিটি ফাউন্ডেশন কাছাড়ের উদ্যোগে এবং ভাগাবাজার গাঁও পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত ও শ্যামাচরণপুর–শেওরারতল জেলা পরিষদের ব্যবস্থাপনায় ভাগাবাজারে অনুষ্ঠিত হলো মারণব্যাধি ক্যান্সার ও নেশা-বিরোধী এক গুরুত্বপূর্ণ সচেতনতা সভা।
অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট চিকিৎসক ডাঃ রবি কান্নান। তিনি ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগ প্রতিরোধে “জীবনযাত্রার পরিবর্তন” এবং “তামাকজাত দ্রব্য থেকে মুক্তি”—এই দুই বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দিয়ে চারটি প্রতিরোধমূলক উপায় বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।
সভার অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও প্রাক্তন পৌর কমিশনার সাধন পুরকায়স্থ, অধ্যাপক সাবির আহমেদ চৌধুরী, মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি সীতাংশু দাস, ইসলামিক বক্তা মাওলানা ফাখরুল ইসলাম লস্কর এবং জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি গিয়াস উদ্দিন লস্কর প্রমুখ।
সভায় বক্তারা অসম–মিজোরাম সীমান্ত অঞ্চলে নেশাজাতীয় দ্রব্যের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং নেশা সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
হিউম্যানিটি ফাউন্ডেশন কাছাড়ের সভাপতি সিহাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সচেতনতা সভায় সংস্থার কর্মকর্তা আব্দুর রৌফ চৌধুরীসহ স্থানীয় বহু মানুষ উপস্থিত ছিলেন।


