ভাষা শহিদ স্টেশন নামকরণই হবে প্রয়াত জননেতা কবীন্দ্র পুরকায়স্থের প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি : বিডিএফ

বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : বরাক উপত্যকার অন্যতম সজ্জন রাজনীতিক তথা জননেতা কবীন্দ্র পুরকায়স্থের প্রয়ানে গভীর শোক প্রকাশ ও  শ্রদ্ধা জ্ঞাপন করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। পাশাপাশি যে ভাষা শহিদ স্টেশন নামকরণের দাবি নিয়ে তিনি সংসদে একাধিকবার সরব হয়েছিলেন আসন্ন বরাক সফরকালে মুখ্যমন্ত্রীকে তা ঘোষণা করে প্রয়াতের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানোর আহ্বান জানালেন বিডিএফ এর সদস্যরা।

এক প্রেস বার্তায় বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, প্রয়াত বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীর আহ্বানে সরকারি স্কুলের অধ্যক্ষ পদ ছেড়ে গুয়াহাটিতে গিয়ে বিজেপি দলের পত্তন করেছিলেন প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থ‌‌‌, যে দল আগামীতে ক্ষমতায় আসার কোন সম্ভাবনা তখন ছিল না বললেই চলে। বরাকেও বিজেপি দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। মূলতঃ তাঁর ধারাবাহিক ও অক্লান্ত পরিশ্রমের জন্যই ধীরে ধীরে বিজেপির উত্থান হয়েছিল আসামে। অসমে প্রথম বিজেপির দশটি বিধানসভা আসন লাভের মূল কারিগরদের অন্যতম ছিলেন তিনি। দল তথা জনগণের স্বার্থে তাঁর এই ত্যাগ ও পরিশ্রমের কথা অনেক দিন মনে রাখবে বরাকবাসী।

প্রদীপ দত্তরায় বলেন, কবীন্দ্র পুরকায়স্থ শিলচরের স্টেশনের ‘ভাষা শহিদ স্টেশন’ নামকরণের দাবিকে অন্তর থেকে সমর্থন করতেন। তিনি সাংসদ থাকাকালীন একাধিকবার সংসদে এই দাবিতে বক্তব্য রেখেছেন। তাঁর পুত্র বর্তমান সাংসদ কনাদ পুরকায়স্থও সেই ধারাবাহিকতাকে সম্মান জানিয়ে রাজ্যসভায় তাঁর প্রথম বক্তব্যে এই দাবিতে সরব হয়েছেন। তিনি বলেন, এটা দুর্ভাগ্য যে প্রয়াত নেতা তাঁর জীবদ্দশায় এই দাবির বাস্তবায়ন দেখে যেতে পারেননি। তিনি বলেন, এই মাসের ১৩ তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী বরাক সফরে আসছেন। তাই বিডিএফের পক্ষ থেকে তাঁরা এবারের সফরে মুখ্যমন্ত্রীকে এই ‘ভাষা শহিদ স্টেশন’ নামকরণের ব্যাপারে চূড়ান্ত ঘোষণা করার আহ্বান জানাচ্ছেন। তিনি বলেন, এই ঘোষনাই হবে প্রয়াত  নেতার প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি।

বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, অসমে বিজেপি দলের উত্থানের মূল হোতা এই নেতাকে তাঁর দল কতটা প্রতিদান দিয়েছে তা বলা মুশকিল। তিন বারের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী এই নেতাকে রাজ্যপাল হিসেবে মনোনীত করার জন্য একসময় বরাকের দল নির্বিশেষে সবাই দাবি তুলেছিলেন কিন্তু তা বাস্তবায়িত হয়নি। তিনি এদিন বলেন যে প্রয়াত নেতা দল নির্বিশেষে সবার সাথে আজীবন সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে কাজ করেছেন। তাঁর এই রাজনৈতিক সৌজন্যবোধ বর্তমান ক্রুর, প্রতিহিংসা পরায়ন ও দুর্নীতিগ্রস্ত রাজনীতির বিপরীতে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বিডিএফ এর সদস্যরা এদিন প্রয়াত নেতার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *