আস্থা ভোটে জিতে নবমবার মুখ্যমন্ত্রী নীতীশ
১২ ফেব্রুয়ারি : আস্থাভোটে জিতে গেলেন নীতীশ কুমার। সোমবার বিহারে ছিল আস্থাভোট। কিন্তু আস্থাভোটের আগেই কক্ষত্যাগ করেন বিরোধীরা। তার পরে ১৩০টি ভোট পড়ে এনডিএ জোটের পক্ষে। নবমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে আস্থা ভোটে জিতে যান জেডিইউ সুপ্রিমো নীতীশ। তাঁর পক্ষে ভোট দেন লালুপ্রসাদ যাদবের দলের তিন বিধায়কও।
প্রসঙ্গত, আস্থাভোটের আগে রীতিমতো হুঙ্কার দিয়েছিলেন বিহারের সদ্য প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। দাবি করেন, নীতীশের দলের বহু বিধায়ক তাঁর বিপক্ষে ভোট দিতে পারেন। কিন্তু সোমবার বিহারের বিধানসভায় শুরু থেকেই এনডিএ বেঞ্চে গিয়ে বসেন আরজেডির তিন বিধায়ক।
এদিন ভোটাভুটি শুরুর আগেই পদত্যাগ করেন বিহার বিধানসভার স্পিকার। তার পরে বক্তৃতা পেশ করতে উঠে নীতীশকে লাগাতার আক্রমণ করেন তেজস্বী। তেজস্বীকে পাল্টা তোপ দাগেন বিহারের নতুন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি।
এদিকে, বক্তব্য পেশের পরে আস্থাভোট করার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সঙ্গে সঙ্গেই প্রস্তাবের তুমুল বিরোধিতা করে ওয়াকআউট করেন বিরোধীরা। ফলে প্রায় ফাঁকা বিধানসভায় আস্থাভোটে জিতে যান নীতীশ। ২৪৩ আসনের বিহার বিধানসভায় ম্যাজিক ফিগার ১২২। আজকাল ডট ইন।