বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : পীর শাহসূফি মকবুল হোসাইন ওরফে বাগপুরী সাহেবের বার্ষিক উরুস মহফিল অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি। এ নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর সোনাইর বাগপুর রওজা সংলগ্ন বিশাল মাঠে উরুস মহফিলের প্যান্ডেলের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বর্তমান পীর শাহসূফি জমিলুননবী চৌধুরী ভিত্তিপ্রস্তর করে বিশ্বশান্তি কামনায় মোনাজাত করেন।
এ দিন সংবাদ মাধ্যমের সামনে প্রস্তুতি তুলে ধরে পীরসন্তান মওলানা সাবির হোসেন চৌধুরী আল আজহারি জানান, ওইদিন বিকাল থেকে শুরু হয়ে কার্যসূচি অনুযায়ী সারারাত পর্যায়ক্রমে মহফিল চলবে। এতে সুনামধন্য উলামায়ে কেরাম ও সুফিয়ানে এজামরা উপস্থিত থাকবেন। মহফিলে ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি কামনা করেন তিনি।



