রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : শিলচর শহরের শিবালিক পার্কে বড় অঘটন ঘটল। ট্র্যান্সফর্মারের পাশে দেওয়ালে ঝুলে থাকা অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হল। শুক্রবার সকালে মর্মান্তিক এক ঘটনা সংঘটিত হয়। মৃত ব্যক্তির নাম বক্তার হোসেন লস্কর। তিনি গ্রেসওয়েল হাসতালের কর্মী ছিলেন। বাড়ি শিবালিক পার্কের ২ নং লেনে।

জানা যায়, শিবালিক পার্ক দুই নম্বর লেনের বাসিন্দা বক্তার হোসেন লস্করকে ট্র্যান্সফর্মারের পাশে দেওয়ালের দু’পাশে তাঁর দেহ ঝুলিয়ে রয়েছে। ধারনা করা হচ্ছে কিছু ফেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটে তাঁর। ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয়রা রাঙ্গিরখাড়ি আউটপোস্টে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। তবে পুরো ঘটনাটি রহস্যময়।



