১৫ নভেম্বর : ৭ দশকের মধ্যে এবারই সবচেয়ে কম মুসলিম বিধায়ককে (১০ জন) নির্বাচিত করল বিহার। এবার বিহারের বিধানসভা ভোটে NDA এবং মহাগঠবন্ধন, দুই তরফই মুসলিম প্রার্থীর সংখ্যা কমিয়ে দিয়েছিল। তাঁদের মধ্যেও অধিকাংশই পরাস্ত হয়েছেন। তাৎপর্যপূর্ণ ভাবে জয়ী ১০ প্রার্থীর মধ্যে ৫ জনই হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির দল AIMIM-এর। JDU-এর একজন, RJD এবং কংগ্রেসের ২ জন করে মুসলিম প্রার্থী বিহার ভোটে জয়ী হয়েছেন।
বিহার: কমে গেল মুসলিম বিধায়ক


