অসমের ইতিহাসের উপর বেরেঙ্গায় সেমিনার এপ্রিলে, গঠিত অভ্যার্থনা কমিটি

বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : বর্তমান ও পরবর্তী প্রজন্মের কাছে তথ্য সম্মিলিত সঠিক ইতিহাস পৌছে দেওয়ার লক্ষ্যে নিয়ে এই সেমিনারের আয়োজন করা হচ্ছে বেরেঙ্গা মার্কাজুল উলুম ক্যাম্পাসে। ‘পিপলিং’ অব অসম : হিস্টোরি, পেটার্ন অ্যান্ড ট্রেন্ড (‘Peopling’ of Assam: History, Pattern and Trend) বিষয়ের উপর সেমিনারটি আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। সেমিনারকে সফল করে তোলার লক্ষ্যে রবিবার বেরেঙ্গা মার্কাজুল উলুমের মওলানা আজাদ লাইব্রেরির কক্ষে এলাকার বিশিষ্টজনদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক হাবিবুল্লাহ মজুমদারের পৃষ্টপোষকতায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক লুৎফর রহমান লস্কর, অবসরপ্রাপ্ত এসিএস আধিকারিক হোসেন আহমেদ লস্কর, বিশিষ্ট সমাজসেবী সিহাবউদ্দিন আহমেদ, মজিবুর রহমান চৌধুরী, আসাম বিশ্ববিদ্যালয়ের সোসিওলজি বিভাগের অধ্যাপক হুমায়ুন বখত, ইউকেপি স্কুলের কর্ণধার আবিদ হোসেন মজুমদার, দিলসাদ লস্কর, মঞ্জুর উদ্দিন মজুমদার, আইনজীবী ইমাদ উদ্দিন বুলবুল, মাশুক হাজারি, আলতাব হাবিবি সহ অন্যানরা। প্রত্যেকেই সেমিনারকে সফল করে তুলতে নিজের মতামত তুলে ধরেন।

সেমিনারে অসমের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে ইতিহাসের গবেষক, অধ্যাপক ও শিক্ষানবিশ পড়ুয়ারা উপস্থিত থেকে নিজ নিজ বক্তব্য তুলে ধরতে আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পাঠানো হবে।

এ দিন সভায় হোসেন আহমেদ লস্করকে সভাপতি ও আজমল হোসেন লস্করকে সম্পাদক মনোনীত করে অভ্যার্থনা কমিটি গঠন করা হয়।

Author

Spread the News