পঞ্চভূতে বিলীন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ জানুয়ারি : বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম স্থপতি ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ বৃহস্পতিবার পঞ্চভূতে বিলীন হলেন। শিলচর শ্মশানঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বিকেল সাড়ে তিনটা নাগাদ একমাত্র পুত্র, সাংসদ কণাদ পুরকায়স্থ মুখাগ্নি করেন। প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এ দিন শিলচরে উপস্থিত হন বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া। তিনি ডিএসএ মাঠে কবীন্দ্র পুরকায়স্থের নশ্বরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এর আগে সকালে তাঁর মরদেহ শিলচরের নতুন পট্টিস্থিত নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে ধর্মীয় রীতি-নীতি সম্পন্ন করার পর দেহ ইটখোলা দলীয় জেলা কার্যালয়ে আনা হয়, সেখানে দলীয় নেতা-কর্মীরা শেষ শ্রদ্ধা জানান।

পরবর্তীতে শোকমিছিলের মাধ্যমে কবীন্দ্র পুরকায়স্থের নশ্বরদেহ জেলা ক্রীড়া সংস্থার মাঠে নিয়ে আসা হয়। সেখানে বিভিন্ন স্তরের সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং নানা সংস্থার প্রতিনিধিরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, সাংসদ কৃপানাথ মালা, সাংসদ সুস্মিতা দেবসহ বিভিন্ন কেন্দ্রের বিধায়ক ও অসংখ্য গুণমুগ্ধ মানুষ।

জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে বিশাল শোকযাত্রার মাধ্যমে নশ্বরদেহ অম্বিকাপট্টিস্থিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর শোকমিছিল শিলচর শ্মশানঘাটে পৌঁছায়, যেখানে রাষ্ট্রীয় মর্যাদায় কবীন্দ্র পুরকায়স্থের শেষকৃত্য সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *