বরাক তরঙ্গ, ৮ জানুয়ারি : গুয়াহাটির লখরা এলাকায় বুধবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লখরা–গড়ভাঙা সড়কের পাশে অবস্থিত NEW-SS MOTORS নামে একটি গ্যারেজে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। বিধ্বংসী এই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৫টি সুপার বাস। শুধু বাসই নয়, টাটার একটি গাড়ি ও ২টি স্কুটিও আগুনে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।
জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া সবকটি গাড়িই নতুন ছিল। বডি নির্মাণের জন্য গাড়িগুলি সেখানে আনা হয়েছিল বলে জানা গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলে দমকল বাহিনীর ১০টি ইঞ্জিন পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের সময় সুরাট বড়ো নামে এক ব্যক্তি কোনওক্রমে প্রাণে রক্ষা পান। জানা গেছে, গ্যারেজটির মালিক পঞ্জাবের বাসিন্দা সুজিত সিং।



