আসজা-র নয়া চেয়ারম্যান সুবোধ, বরাক থেকে সহসভাপতি দীজেন্দ্রলাল

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : রবিবার গুয়াহাটি ল্যান্ডমার্ক হোটেলে বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক সুবোধ মল্ল বরুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুনর্গঠিত হল আসাম স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আসজা)।

এদিনের সভায় ২০১৯-২০২৩ সালের হিসেব পেশ সহ সাংগঠনিক আলোচনা হয়। এছাড়া আসজা স্পোর্টস ইভেন্ট, আসজা আন্তঃ মিডিয়া টি২০ ক্রিকেট,আসজা স্পোর্টস ফেস্টিভল, আসজা ইন্টার স্কুল , কোচিং সেন্টার ক্রিকেট চ্যাম্পিয়নশিপ আয়োজন সহ ক্রীড়া সাংবাদিকদের পেনশন  চালুর ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা ও রাজ্যের ক্রীড়া ইতিহাস রচনার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সবশেষে পুরনো কমিটি ভেঙে নয়া কমিটি নির্বাচিত করা হয়। বিনা নির্বাচনে ২৫ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটিতে সভাপতি পদে বিদ্যুত কলিতা (অসমিয়া প্রতিদিন), কার্যকরী সভাপতি সুশীম ঘোষ (দৈনিক অসম), ছয় সহ সভাপতি যথাক্রমে রাজকুমার শর্মা (দৈনিক পূর্বোদয়),  মৃণাল বরা (প্রতিদিন টাইম), মৃদুমলয় লুখুরাখান (দ্য আসাম ট্রিবুন), সৌরভ কুমার বরা (আমার অসম), কুলদীপ ভগবতী (দৈনিক অগ্রদূত) ও দীজেন্দ্রলাল দাস (দৈনিক প্রান্তজ্যোতি)। সাধারণ সচিব পদে ইমতিয়াজ আহমেদ (আওয়াজ দ্য ভয়েস), কোষাধ্যক্ষ পদে পার্থ চক্রবর্তী। এছাড়া তিনজন যুগ্ম সচিব, তিনজন সহ সচিব এবং ৯ জন কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া সর্বসম্মতিক্রমে সুবোধ মল্ল বরুয়াকে সংস্থার চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।

আসজা-র নয়া চেয়ারম্যান সুবোধ, বরাক থেকে সহসভাপতি দীজেন্দ্রলাল

এদিকে, শিলচর থেকে আসজা-র সহসভাপতি পদে দীজেন্দ্রলাল দাস নির্বাচিত হওয়াতে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানিয়েছেন অনেকে।

Author

Spread the News