গ্রাহক সেবা কেন্দ্রেই মাদক বিক্রি! হাতিখাল বাজারে হেরোইনসহ আটক পোস্ট অফিস পেমেন্ট ব্যাঙ্কের কর্মী

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : পূর্ব সোনাই এলাকার হাতিখাল বাজারে দীর্ঘদিন ধরে চলা মাদক কারবারের পর্দাফাঁস হলো পুলিশের অভিযানে। পোস্ট অফিস পেমেন্ট ব্যাঙ্কের একটি গ্রাহক সেবা কেন্দ্রকে ব্যবহার করে হেরোইন বিক্রির অভিযোগে কেন্দ্রেরই এক কর্মীকে হাতেনাতে আটক করেছে কাছাড় পুলিশ।

ধৃত যুবকের নাম সারিমুল হক আহমেদ (৩২)। নতুন কাঞ্চনপুর এলাকার বাসিন্দা। বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশের প্রভোশনাল ডিএসপি দিলরাজ পাথকের নেতৃত্বে পুলিশের একটি দল হাতিখাল বাজারে অভিযান চালায়। অভিযানের সময় গ্রাহক সেবা কেন্দ্রের ভেতর থেকেই দুই পিল হেরোইন বিক্রির সময় সারিমুল হক আহমেদকে হাতেনাতে আটক করা হয়।

এই ঘটনায় গোটা হাতিখাল বাজার ও সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি আর্থিক পরিষেবা কেন্দ্রকে মাদক কারবারের আড্ডায় পরিণত করার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দার দাবি, ধৃত ব্যক্তি একা নয়—তার পেছনে রয়েছে একটি বড়সড় ড্রাগস সিন্ডিকেট। দীর্ঘদিন ধরেই হাতিখাল বাজার ও আশপাশের এলাকাকে কেন্দ্র করে এই মাদকচক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে।

সূত্রে জানা গেছে, ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি সে তীর খেলা (জুয়া) ব্যবসার সঙ্গেও যুক্ত ছিল বলে জানা গিয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে হেরোইন, তীর জুয়ার সামগ্রী এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা দোষীদের কোনোভাবেই ছাড় না দেওয়ার পাশাপাশি নিরপেক্ষ ও কঠোর তদন্তের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, সম্পূর্ণ মাদক চক্র নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশি অভিযান অব্যাহত রাখা প্রয়োজন। এই ঘটনার সূত্র ধরে বৃহত্তর মাদকচক্রের একাধিক নাম উঠে আসতে পারে বলে আশাবাদী স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *