দীপায়ন চক্রবর্তীর তৎপরতায় অগ্ৰণী ক্লাবের মাঠে রেশন কার্ড বণ্টন
বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : শিলচর সুভাষ নগরের অগ্রণী ক্লাবের ময়দানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিশেষ তৎপরতায় ১৫ টি কাউন্টার বানিয়ে এই রেশন কার্ড বণ্টন করা হল। বুধবার, কার্ড হোল্ডারদের সুবিধার্থে দলের নেতা ও কর্মীদের সহযোগিতায় রেশন কার্ড গুলো বণ্টন করেন বিধায়ক। বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, বিগত দিনে কংগ্রেস সরকারের নেতা-মন্ত্রীদের দুর্নীতির কারনে আজও জনগণ কষ্ট পোহাতে হচ্ছে। তিনি বলেন, জনগণের হিতে বিজেপি দুর্ণীতিমুক্ত ও সুশাসিত সরকার চালিয়ে যাচ্ছে কেন্দ্রে ও রাজ্যে এরই উদাহরণ হল আজকে এই সরকারি রেশন কার্ড বন্টন।
এ দিনের রেশন কার্ড বণ্টন অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিজেপি নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস এবং সহযোগিতায় ছিলেন প্রাক্তন পুর কমিশনার গোপিকা দেব, কাছাড় জেলা মহিলা মোর্চার সভানেত্রী মিত্রা রায়, রীনা পাল, চামেলী পাল, শান্তনু রায়, সঞ্জয় রায়, শিলচর পুরসভার বিধায়কের প্রতিনিধি দেবাশিস সোম, হীরক চৌধুরী, মাপ্পী ভট্টাচার্য, হীরক দেবনাথ, সাগর দাস, সুমনা দাস, সাহিন লস্কর, শৈলেশ দাস সহ অনেকে।
উল্লেখ্য, মঙ্গলবার শিলচর টাউন ক্লাবের ময়দানে আনুষ্ঠানিকভাবে খাদ্য গণ বন্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগের দ্বারা আয়োজিত শিলচরের ৮,৮২২ জন হীতাধিকারীদের মধ্যে নয়া রেশন কার্ড বণ্টনের সূচনা করেন অসম বিধানসভার উপাধাক্ষ্য ডাঃ নুমল মোমিন সহ কাছাড়ের সাংসদ ডাঃ রাজদীপ রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ আরও অন্যান্য বিশিষ্টজনেরা।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।