বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : জীবনাবসান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তর-পূর্ব ভারতে বিজেপির অন্যতম স্থপতি কবীন্দ্র পুরকায়স্থের। বুধবার শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে উত্তর-পূর্বের বিজেপির পিতামহ কবীন্দ্র পুরকায়স্থ পরপারে পাড়ি দিলেন। সূত্রের খবর বেলা ১১-৫৫ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তবে মেডিক্যাল কর্তৃপক্ষ এ পর্যন্ত কিছুই জানায়নি। প্রাক্তন মন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে রাজ্যের শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু এক্স হ্যান্ডেলে শোকবার্তায়। এ ছাড়াও সামাজিক মাধ্যমে দলীয় কর্মকর্তারা শোক প্রকাশ করছেন।
৯৫ বছর বয়সি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ কয়েকদিন ধরে মেডিক্যালের ভেন্টিলেশনে ছিলেন। ডাঃ অভিজিৎ স্বামীর নেতৃত্বে একটি টিম গঠন করে চিকিৎসা চলছিল। বুকে সংক্রমণ, রক্তচাপ সহ নানা রোগে ভুগছিলেন। শেষের দিকে কিডনি ও হার্টেও সমস্যা দেখা দিয়েছিল বলে জানা যায়।
https://x.com/i/status/2008837134854279364
তিনি ১৯৯৮-৯৯ সালে অটল বিহারি বাজপেয়ী সরকারের আমলে যোগাযোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন। তিনি তিনবারের সাংসদ ছিলেন। ১৯৯১, ১৯৯৮ ও ২০০৯ সালে শিলচর লোকসভা আসন থেকে নির্বাচিত হন।



