এপিএসসি ফলাফলে বরাকে খুশির জোয়ার

বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : বুধবার অসম পাবলিক সার্ভিস কমিশনের ফলাফল ঘোষণা করা হয়েছে। মোট ৯১৩ জন পরীক্ষার্থী পাস করেছেন। এরমধ্যে বরাক উপত্যকার বেশ কয়েকজন যুবক যুবতী উত্তীর্ণ হয়ে সুনাম বৃদ্ধি করেছেন। বরাকের তিন জেলা থেকে এপিএসসি পরীক্ষায়  বসা যুবক যুবতীরা পাস করে নিজ জেলার সুনাম করেছেন অনেকে। উপত্যকায় খুশির জোয়ার বইছে।

সামাজিক মাধ্যম ফেসবুক মারফতে পাওয়া তথ্য অনুযায়ী বরাকের যাদের নাম জানা যায় তাঁরা হলেন আবু সাইদ গুলজার হোসেন, বারইগ্রাম, করিমগঞ্জ। জাবেদ আক্তার। বিশ্বদীপ রায়। ফয়েজ আহমদ, কনকলস, বদরপুর। রণবীর সিংহ, সিঙেরবন্দ, লক্ষীপুর।অনিন্দিতা সিংহ, বেরাখাল শিলচর। শান্তনু সিংহ, হাইলাকান্দি। বিক্রমজিত খুমানচা, তারাপুর শিলচর। তুহিন চক্রবর্তী। প্রীতম চন্দ, হাইলাকান্দি। অংকিতা সাহা, হাইলাকান্দি। মৌসুমি বর্মন, তারাপুর শিলচর। শাওন সুত্রধর, ২য় লিংক রোড শিলচর। ফরিদা ইয়াসমিন, করিমগঞ্জ, নিলামবাজার। মিনাক্ষী বারী, করিমগঞ্জ লোয়াইরপোয়া। রাহাত আব্বাস বড়ভুইয়া, সোনাই রোড শিলচর। গৌরব দাস, বনমালি রোড করিমগঞ্জ। জাবেদ লস্কর, হাইলাকান্দির আদি বাসিন্দা। দীপ সিংহ।

উল্লেখ্য, অসম সিভিল সার্ভিসের পদে ৮৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। অসম সিভিল সার্ভিসে শীর্ষে উঠেছেন গৌরীপুরের রসিকা ইসলাম। অসম পুলিশ সার্ভিসের শীর্ষ পদে হোজাইয়ের রোহিত চৌধুরী। শ্রম আধিকারিক তালিকায় শীর্ষে রয়েছেন দর্শনা উপাধ্যায়।

Author

Spread the News