“সমবেত ধামাইল নৃত্য ও ধামাইল কন্যা প্রতিযোগিতা” আয়োজন নিয়ে সম্মিলিত লোকমঞ্চের সভা শিলচরে

বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : শিলচরের অগ্রগণ্য সাংস্কৃতিক সংগঠন সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও শিলচরে অনুষ্ঠিত হতে যাচ্ছে “সমবেত ধামাইল নৃত্য”। সেই সঙ্গে এবারের নতুন সংযোজন “ধামাইল কন্যা প্রতিযোগিতা”, আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারি দুদিনের অনুষ্ঠানটি হবে শিলচর শিশু উদ্যানে। মঙ্গলবার প্রেমতলায় সম্মিলিত লোকমঞ্চের কার্যকরী কমিটির এক বিশেষ বৈঠকে সংস্থার সভাপতি অনুপ কুমার রায়ের পৌরহিত্যে আয়োজিত সভায় এই সিদ্ধান্ত গ্ৰহণ করা হয়। 

এদিন বৈঠকের শুরুতে সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন সংস্থার সাধারণ সম্পাদক ভাস্কর দাস। তিনি বলেন সমবেত ধামাইল নৃত্য ও ধামাইল কন্যা প্রতিযোগিতায় এবার  মোট চব্বিশটি দল অংশ নেবে।  প্রতিযোগিতার প্রবেশ মূল্য তিনশত টাকা। প্রতিটি দলের নৃত্য প্রদর্শনের জন্য নির্ধারিত সময়সীমা সাত মিনিট এবং অংশগ্রহণকারী দলে শিল্পীর সংখ্যা সর্বাধিক আট জন হবে বলে জানান তিনি। ভাস্কর দাস জানান সমবেত ধামাইল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিল্পীদের নূন্যতম বয়স বার বৎসর হতে হবে এবং ধামাইল কন্যা প্রতিযোগিতার জন্য প্রতিযোগীর বয়স সর্বোচ্চ পঁচিশ বৎসর হতে হবে। তিনি জানান আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারি । ইচ্ছুক প্রতিযোগীদের এব্যাপারে যোগাযোগ করার জন্য সংস্থার সাধারণ সম্পাদক ভাস্কর দাস, কানাইলাল দাস, দীপক নাথ, শ্যামলকান্তি নাথ, সুমনা দাস ও মনিমিতা গোস্বামীর সাথে যোগাযোগ করার আহ্বান জানান ভাস্কর দাস। যোগাযোগের নম্বর- ৭০০২৫৮৪২৭৩, ৮১৩৪০৮০৩৬৫, ৬০০১৮৩১৮৪৭।

এদিকে সংস্থার সভাপতি অনুপ কুমার রায় জানিয়েছেন বরাক উপত্যকার লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে সম্মিলিত লোকমঞ্চের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বরাক উপত্যকার লোক সংস্কৃতির অন্যতম অঙ্গ ধামাইলকে আরও এগিয়ে নিয়ে যেতে স্থানীয় বিধায়কের হস্তক্ষেপ চাইবেন তারা। অনুপ বাবু বলেন বিগত দিনে বিহুর প্রচার প্রসারে আসাম সরকার যেভাবে আর্থিক সহযোগিতা সহ অন্যান্য সুবিধা প্রদান করেছিল  ঠিক তদ্রূপ বরাক উপত্যকার লোক সংস্কৃতির অঙ্গ ধামাইলকে ঐ পর্য্যায়ে নিয়ে যেতে সরকারের তরফে যাতে আর্থিক সহযোগিতা করা হয় এনিয়ে শীঘ্রই স্থানীয় বিধায়কদের সরকারের নিকট দাবি উত্থাপন করার আহ্বান জানাবেন। তিনি বলেন সমবেত ধামাইল নৃত্য প্রতিযোগিতায় ১ম পুরস্কার হিসাবে থাকবে নগদ সাত হাজার টাকার অর্থ রাশি, ট্রফি ও শংসাপত্র, দ্বিতীয়া পুরস্কার হিসাবে পাঁচ হাজার টাকা, ট্রফি ও শংসাপত্র এবং ৩য় পুরস্কার হিসাবে থাকছে নগদ তিন হাজার টাকার অর্থ রাশি, ট্রফি ও শংসাপত্র। তাছাড়া ধামাইল কন্যা প্রতিযোগিতার জন্য ১ম পুরস্কার হিসাবে রয়েছে পাঁচ হাজার টাকার অর্থ রাশি, ট্রফি ও শংসাপত্র, ২য় পুরস্কার হিসাবে থাকবে তিন হাজার টাকা, ট্রফি ও শংসাপত্র এবং ৩য় পুরস্কার হিসাবে থাকবে নগদ দুই হাজার টাকা, ট্রফি ও শংসাপত্র। 

উল্লেখ্য এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার উপ-সভাপতি মঙ্গলা নাথ, সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস, প্রচার সম্পাদক কমলেশ দাশ, সুপ্রতীম দত্তরায়, গৌতম সিনহা, দিলীপ নাথ, দীপক নাথ, শান্তনু রায়,  সর্বশ্রী নাথ, রাজশ্রী নাথ, জলসা নাথ, জয়শ্রী নাথ, ঝিমলি নাথ, দুলন পালিত, জুয়েল নাথ, পল্লব নাথ প্রমুখ। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন লোকমঞ্চের প্রচার সম্পাদক কমলেশ দাশ। 

Author

Spread the News