কিশোরকিশোরীদের পিঠেপুলির সামগ্রী বিতরণ জয় রাধে সেবা সমিতির

বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : পৌষসংক্রান্তিতে পিঠেপুলির আনন্দ নেওয়া তো দূর, অনেক কিশোরকিশোরীকে দুমুঠো অন্নের জন্য পসরা নিয়ে বসতে হয় রাস্তায়। সেইসব কিশোরকিশোরীদের মুখে হাসি ফোটাতে অভিনব উদ্যোগ নিল জয় রাধে সেবা সমিতি।

শিলচর ও আশপাশ এলাকার ২০-২৫ জন দুঃস্থ মহিলা ও কিশোরকিশোরিকে সমিতির পক্ষে পিঠেপুলির উপকরণ, গুড় বাতাসা, তিলের নাড়ু দেওয়া হল শনিবার। এদিন গোটা শহর চষে বেড়ান সেবা সমিতির কর্মকর্তারা। দুঃস্থ কিশোরকিশোরী ও মহিলাদের চিহ্নিত করে তাদের হাতে এসব সামগ্রী তুলে দিয়েছেন তারা। ছিলেন সমিতির কার্যকরী সভাপতি পান্না সূত্রধর, সাধারণ সম্পাদক জয়দীপ চক্রবর্তী, মৌসুমী অধিকারী, সহ-সভাপতি সুবীর ধর, এজিএস গৌতম রায়, এম সাহা, অর্জুন পাল, কোষাধ্যক্ষ দেবলীনা পাল প্রমুখ। 

Author

Spread the News