প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ কালমাডির জীবনাবসান

৬ জানুয়ারি : প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা সুরেশ কালমাডি। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গিয়েছে, বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যার কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। পুনের একটি হাসপাতালে চিকিৎসাও চলছিল তাঁর। আজই পুনেতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। কালমাডির পরিবারের তরফে জানানো হয়েছে, এদিন দুপুর ২টা পর্যন্ত পুনের বাসভবনে তাঁর দেহ শায়িত রাখা হবে। এরপর বিকেল সাড়ে ৩টা নাগাদ বৈকুণ্ঠ শ্মশানভূমিতে পূর্ণ মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

উল্লেখ্য, সুরেশ কালমাডি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন প্রভাবশালী নেতা ছিলেন। তিনি কেবল রাজনীতিতেই সীমাবদ্ধ ছিলেন না, ক্রীড়া জগতেও তাঁর অবাধ বিচরণ ছিল। তিনি রেল প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। তবে তাঁর কেরিয়ারের অন্যতম আলোচিত এবং বিতর্কিত অধ্যায় ছিল ২০১০ সালের দিল্লি কমনওয়েলথ গেমস। সেই সময় তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এই ঘটনার জেরে তাঁকে জেলও খাটতে হয়েছিল। পরবর্তীতে কংগ্রেস থেকে তাঁকে বহিষ্কার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *