বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : ফের মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কাছাড় পুলিশ। সোনাবাড়িঘাট বাইপাস এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সন্দেহজনক হেরোইন উদ্ধার করা হয়।
অভিযান চলাকালীন একটি বলেরো পিকআপ (AS10 BC 0616) এবং একটি হুন্ডাই ভেন্যু (AS10 J 0676) আটক করা হয়। তল্লাশি চালিয়ে বোলেরো পিকআপের গোপন চেম্বার থেকে মোট ৪০টি সাবান কেসে রাখা সন্দেহজনক হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৪০৬ গ্রাম।পুলিশ সূত্রে এর বাজার মূল্য দুই কোটি টাকা হবে।
এই ঘটনায় মোট পাঁচজনকে আটক করা হয়েছে। ধৃতরা হল কমরুল ইসলাম (২৩), বাড়ি নিলামবাজারের রূপারগুল, শ্রীভূমি। হালিম উদ্দিন (২৫), বাড়ি কুটকুনা, নিলামবাজার। মনপুই (৫০), বাড়ি জেমা বাওক, আইজল। সারমিনা পারবিন (২২), নিলামবাজার,
৫) লালথানপুই (৪১) বাড়ি চম্পাই, মিজোরাম।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক যানবাহনটি মিজোরামের চম্পাই জেলা থেকে আসছিল। ঘটনার পর ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদক পাচারের সঙ্গে জড়িতদের পুলিশ সমস্ত যোগসূত্র খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে।



